Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানকে ফের দায়ী করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৩ ১৯:৪৭

আফগানিস্তানের মাটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সোমবার (২ জানুয়ারি) বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আফগানিস্তান সরকারকে বলেছি যে, তাদের ভূমি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নবনিযুক্ত সামরিক প্রধান জেনারেল আসিম মুনির এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা রাজধানী ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে যোগ দেওয়ার পরই আসিফের তরফ থেকে এ মন্তব্য এলো।

বিজ্ঞাপন

এদিকে এনএসসি বৈঠকের পর সরকারের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠার অনুমতি দেওয়া হবে না। তাদের আক্রমণকে রাষ্ট্রের পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে।

এনএসসি বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেশী আফগানিস্তানকে ইঙ্গিত করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানের এমন অভিযোগকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৩ জানুয়ারি) বলেছেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত পাকিস্তানসহ তার সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। ইসলামী আমিরাত সর্বাত্মক চেষ্টা করছে, যাতে  আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। আমরা এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানি পক্ষও ভিত্তিহীন এবং উস্কানিমূলক বিবৃতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

টিটিপি এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। গোষ্ঠীটি ইসলামিক আইনের কঠোর ফোতওয়া আরোপ, সরকার কর্তৃক গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে পাকিস্তানের উপজাতীয় অঞ্চলগুলোকে একীভূত করার দাবি করে আসছে।

সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। পাকিস্তানে বিদেশী বিনিয়োগে বিভিন্ন হাব লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে টিটিপি। এতে পাকিস্তানে বিদেশী বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।

উল্লেখ্য, টিটিপি আফগান তালেবানের আদর্শিক পাকিস্তানি শাখা। টিটিপির লাগাতার হামলায় মদত দেওয়ার জন্য আফগান তালেবানকে দায়ী করছে পাকিস্তান। তবে আফগানিস্তান তালেবান বরাবরই দায় অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই দেশের নেতারা অভিযোগ পাল্টা অভিযোগ করে আসছেন।

পাকিস্তানের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, শুধু ২০২২ সালে ১৫০টির বেশি হামলা চালিয়েছে টিটিপি। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানের ক্ষমতা দখলের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছে টিটিপি।

সারাবাংলা/আইই

আফগানিস্তান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর