Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাঁকিয়ে বসেছে শীত, উত্তরে কুয়াশার দাপট

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ০৯:৪৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৩ ১২:৫৭

ঢাকা: শীতকে সঙ্গে নিয়ে এলো নতুন বছর। বছরের শুরু থেকেই তাপমাত্রা কমছে। জাঁকিয়ে বসেছে শীত, বাড়ছে কুয়াশার দাপট। তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরমধ্যে বাড়ছে উত্তরমুখী বাতাস। ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। আবহাওয়া অধিদফতর বলছে, এই পরিস্থিতি থাকতে পারে আরও দুই দিন। অর্থাৎ, শুক্রবারের আগে তাপমাত্রা বাড়ার কোনো লক্ষণ নেই।

বুধবার (৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত চার দিনে আবহাওয়ায় বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে। সারাদেশেই বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলের সকাল কুয়াশাচ্ছন্ন থাকছে। উত্তরাঞ্চলের কুয়াশা থাকছে দুপুর পর্যন্ত। সঙ্গে রয়েছে উত্তরের বাতাস। ফলে বিপাকে পড়েছেন খেঁটে খাওয়া মানুষ।

বিজ্ঞাপন

এদিকে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমে নেমেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে গত দুই দিন ধরে ঢাকায় বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, এ পরিস্থিতি থাকতে পারে আরও দুই দিন।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এসময় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর দেশের অন্যত্র মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভূপৃষ্ঠে সূর্যের তাপ পৌঁছাতে পারছে না। ফলে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকছে। এসময়ে যতটুকু রোদ পাওয়া যাচ্ছে তার তাপমাত্রাও কম থাকছে। চলতি মাসে আরও দুটি মৃদু ও একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া একই সময় বরিশালে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের সবগুলো জেলার তাপমাত্রা কমেছে। তাপমাত্রা কম রংপুর এবং খুলনা বিভাগেও।

সারাবাংলা/জেআর/আইই

আবহাওয়া টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর