Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৫:৩৭

ঢাকা: পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারাদেশের সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ কথা বলেছেন।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে রমনার আইইবি সদর দফতরে ‘শিল্পায়নে বঙ্গবন্ধুর দর্শন: চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বছরের পর বছর সরকার পরিবর্তন হলে কোনদিনই পদ্মা সেতু হত না। সরকার পরিবর্তন হলে আরেক সরকার এসে বলত এখানে না হয়ে পদ্মা সেতু হবে আরেক জায়গায়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যে উন্নয়ন হয়েছে সেখানে একই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল বলেই হয়েছে৷ দেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।

মন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। দেশীয় কাঁচামালভিত্তিক শিল্পায়নের ধারা জোরদার করে কৃষি ও শিল্পখাতের যুগপৎ মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন।

প্রকৌশলীদের উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আজকে যেসব মেগা প্রজেক্ট হচ্ছে, ইঞ্জিনিয়াররা তার পেছনে কাজ করছেন বলেই এগিয়ে গেছে। আপনারা না থাকলে মেগা প্রকল্প হত না। আবার যদি কখনো পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের মতো কাজ হয় তখন আপনারাই সেই কাজ করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের ব্যবহার এমনভাবে বাড়ছে, এই ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণ হবে।

মন্ত্রী বলেন, উন্নয়ন দেখে এই সরকারকে সমর্থন দেবেন। দেশের যত উন্নয়ন হবে, ইঞ্জিনিয়ারদের তত উন্নয়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সারওয়ার মোরশেদ। প্রধান আলোচক ছিলেন বিএসআরএম গ্রুপের হেড অব কর্পোরেট এফেয়ার্স ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মুৎসুদ্দি। আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাঈদ হিরোর সঞ্চালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/ইএইচটি/আইই

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর