Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৮:৩৯

ফাইল ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। গত অধিবেশনের পর গত দুই মাসে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে এ শোক প্রস্তাব আনা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব আনেন। পরে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে একজন সাবেক মন্ত্রী, দুইজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চারজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন— সাবেক জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা (নবম জাতীয় সংসদ, কুমিল্লা-৪ আসন), সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক (প্রথম জাতীয় সংসদ, ফরিদপুর-১), সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, বরিশাল-৪ আসন), সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয়, কিশোরগঞ্জ-১), ড. আলাউদ্দীন আহাম্মদ (সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, কিশোরগঞ্জ-১), সাবেক বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, ঝিনাইদহ-২), সাবেক সংসদ সদস্য এস এম ফারুক (দ্বিতীয় জাতীয় সংসদ, তৎকালীন বগুড়া-৯), সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান (ষষ্ঠ জাতীয় সংসদ, পটুয়াখালী-৩)।’

বিজ্ঞাপন

‘উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে’- বলেন স্পিকার।

তিনি আরও বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহায়ক কাম চাবি রক্ষক মো. মাহবুব আলম প্রধানকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

‘সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির পিতা মোশারেফ হোসেন (কালু), সংসদ সদস্য মো. শাহে আলমের মাতা মোসাম্মৎ রিজিয়া বেগম, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক সরকার, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুল, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীরর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

স্পিকার শিরীন শারমিন আরও বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। এছাড়া সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’

‘উত্থাপিত শোকপ্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি ও ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে’- বলেন সংসদের স্পিকার।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন টপ নিউজ শোক প্রস্তাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর