Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৫০ শিক্ষার্থীর বেশি নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ২১:১২

ঢাকা: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি প্রোগ্রামে আসন সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপীল বিভাগের ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রদত্ত (সিভিল আপীল নং-২৩৫/২০১৪: সি.পি. নং-২৭৬১-২৭৬৪ ও ২৭৭৭- ২৭৭৯/২০১৬; সি.পি. নং- ২৪৯৮, ২৮৮০, ৩০১৬, ৩৫৭০, ৩৫৭৭ এবং ২৮৭৩/২০১৬) রায়ে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। সে অনুযায়ী এলএলবি প্রোগ্রামে সেমিস্টার প্রতি ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তির কোনো অনুমতি নেই। মহামান্য আদালত কর্তৃক কোনোরূপ আদেশ/রায় ব্যতিরেখে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করার আইনগত সুযোগ নেই।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনার অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ বরাবর পাঠানো হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

আইন বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর