Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুলে ভারতে ঢুকে পড়া ২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১০:৩৮

চুয়াডাঙ্গা: ভুল করে চুয়াডাঙ্গা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া দু’বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে এনেছে বিজিবি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল (২০) ও একই গ্রামের বদুর ছেলে মানসিক প্রতিবন্ধী সাগর (১৬) কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্তের ৮৪/৭২ খুঁটি ভুল করে অতিক্রম করলে কাদীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানার পর তিনি নিজেই বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির কাছে ওই দু’বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে বিএসএফ।

এরপর গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে বিজিবি মুকুল ও সাগরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এমও

২ বাংলাদেশি বিজিবি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর