Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল শীতার্তদের পৌঁছে দিলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮

সিলেট: শীতার্ত মানুষের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের শাহ পরান মাজার ও সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন জায়গায় ভাসমান মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল পৌঁছে দেন জেলা প্রশাসকসহ কার্যালয়ের কর্মকর্তারা।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেটে গত কয়েকদিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রথম ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৭৪ হাজার কম্বল পাওয়া গেছে। যা সিলেট সিটি করপোরেশন এলাকা ও বিভিন্ন উপজেলায় ক্রমান্বয়ে বিতরণ করা হবে।

পরবর্তীতে প্রয়োজন হলে আরও বরাদ্দ পাওয়া যাবে বলেও জানান তিনি। শীতের প্রকোপ মোকাবিলায় পর্যাপ্ত কম্বল ও ত্রাণ রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

সারাবাংলা/এমও

কম্বল জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শীতার্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর