চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড
৬ জানুয়ারি ২০২৩ ১৭:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু আসবাবপত্র পুড়লেও বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে হালিশহরের বড়পোল এলাকায় একটি ছয়তলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সংবাদ পেয়ে দুটি স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় দুপর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস তদন্তসাপেক্ষে প্রকাশ করা যাবে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় একটি ছয়তলা ভবনের দোতলায় ইস্টার্ন ব্যাংকের হালিশহর শাখায় আগুনের সূত্রপাত হয়।
তবে ফায়ার কর্মীদের দ্রুত তৎপরতার কারণে আগুন শুধু দোতলাতেই সীমাবদ্ধ ছিল। আগুনে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও ভল্ট অক্ষত ছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এনএস