Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ১৫, ঢামেকে ৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১৯:০৫

ঢাকা: ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আটজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচি চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢামেকের জরুরি বিভাগে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবারই হালকা আঘাত লেগেছে। আর আহতদের মধ্যে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদল শারমিন সুলতানা লিলিকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যারা চিকিৎসা নিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন, সাবরিনা চৌধুরী, মো. জাবেদ।

মঞ্চে ধারণক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চটি ভেঙে পড়ে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

সারাবাংলা//এসএসআর/আরআইআর/ এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর