Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষাঁড় দেখতে ভিড়, ষাঁড়ের সঙ্গে ‘সেলফি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: আউটার স্টেডিয়াম জুড়ে ষাঁড়ের সারি। নানা রঙের, নানা আকৃতির। এসব গরুর আছে আবার বিভিন্ন আকর্ষণীয় নাম। গায়ে জড়ানো হয়েছে নজরকাড়া কাপড়। ষাঁড় দেখতে ভিড় জমিয়েছিল হাজারো তরুণ-কিশোর, শিশু। কেউ বা কাছে গিয়ে মাথায় হাত বুলিয়েছেন, আবার কোনোটির কাছে গেলেই তেড়ে আসছে। কেউ তুলেছেন ষাঁড়ের সঙ্গে ‘সেলফি’, কেউ শুধু ষাঁড়টিকেই ফ্রেমবন্দি করেছেন।

শুক্রবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে ষাঁড় প্রদর্শনীর চিত্র এটি। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ৩৮টি এগ্রো ফার্মের ১০০ টি মোটাতাজা ষাঁড় আনা হয়েছিল সেখানে। চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের এটি দ্বিতীয় আয়োজন।

বিজ্ঞাপন

গতবারের মতো এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল ‘ক্যাটেল ফ্যাশন-শো’। সেই আয়োজন দেখতে দুপুর গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আউটার স্টেডিয়ামের মাঠ। ষাঁড়ের শক্তিমত্তা দেখল, হই-হুল্লোড়ে ষাঁড় যখন আক্রমণাত্মক ভঙ্গি নিল, সেটাও উপভোগ্য হল দর্শনার্থীদের কাছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরীও।

মেয়র বলেন, ‘কৃষিভিত্তিক কাজ, গবাদি প্রাণী লালনপালনে আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন খুবই জরুরি আমাদের দেশে শিক্ষিত বেকার যারা আছেন, তারা যদি উৎসাহ নিয়ে এগিয়ে আসেন তাহলে তারা বেকারত্ব থেকে মুক্তি পাবে।’

এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. দোলোয়ার হোসাইন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম লুৎফুল এহসান তরুণ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের শিক্ষণীয় দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’, বাইক স্ট্যান্ট রাইডার ‘আর এস ফাহিম চৌধুরী’ এবং কন্টেন্ট ক্রিয়েটর ‘চিটাঙ্গ্যা বুলেট’।

সারাবাংলা/আরডি/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর