ঢাকা: রাজধানী শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে মাইক্রোবাস ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
মরদেহটি মর্গে রাখা হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ছাড়া পুলিশের একজন কর্মকর্তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।’