Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সারা বাংলা ৮৮’ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১০:৫১

চুয়াডাঙ্গা: ‘সারা বাংলা ৮৮’ (এসএসসি ১৯৮৮ ব্যাচ) চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী জেলার চারটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় জেলার পৌর এলাকার পলাশপাড়ায় প্রায় দুই শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ইমরুল কাদির বাবু।

হামিদুল ইসলাম সেন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদির, এডমিন প্যানেলের মডারেটর লাবণ্য মারু, যুগ্ন কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবির, শারমিন দিলারা লুনা, সব্যসাচী রাজু, শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষক মহসিন আলী, মোজাম্মেল হক নেন্টু।

এ সময় উপস্থিত ছিলেন ‘সারা বাংলা ৮৮’ প্যানেলের ঝর্না, মনোজ কুমার আগারওয়াল, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম, শাহীন পারভেজ, কামরুল হাসান হিরো, ইসমাইল হোসেন, মনজুর আলম, সাংবাদিক রিফাত রহমানসহ অন্যরা।

এর আগে জেলার দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায়ও ‘সারা বাংলা ৮৮’ জেলা প্যানেলের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সারাবাংলা/ইআ

শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর