Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১১:১১

যশোর: ভারতে পাচারের সময় শার্শা সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচারের সঙ্গে জড়িত দু’জন কৌশলে পালিয়ে যায়।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। পলাতক দুই সোনা পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক ব্যক্তিরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস সোনা জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। এর মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে সোনার চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

শার্শা সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর