Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১৩:২১

হবিগঞ্জ: জেলার মাধবপুর উপজেলায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী কন্যাসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদানিগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫), একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া আক্তার (২২) ও কন্যা হাবিবা (৩)।

বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে নিয়ে গতকাল ভোরে মৌলভীবাজার যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ও পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হন চারজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া আক্তার ও তার কন্যা হাবিবা মারা যায়।

তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক-মাইক্রোবাস জব্দ করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের পক্রিয়া চলছে।

সারাবাংলা/এনএস

মাধবপুর উপজেলা হবিগঞ্জ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর