Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাগলা মসজিদের দানবাক্সে ৩ মাসে মিলল ২০ বস্তা টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১৫:২৮

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে তিন মাস পর ২০ বস্তা টাকা পাওয়া গেছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। এরপর থেকে শুরু হয়েছে দিনব্যাপী টাকা গণনার কাজ।

এর আগে, ২০২২ সালের ১ অক্টোবর ৩ মাস ১ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ১৫ বস্তায় ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এই মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন ধারণা থেকেই মূলত দূর-দূরান্তের মানুষ এখানে মানত করতে আসেন। টাকা-পয়সা থেকে শুরু করে স্বর্ণ ও রুপার অলঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বৈদিক মুদ্রাও দান করেন। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

সারাবাংলা/ইআ

পাগলা মসজিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর