Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার নোংরা নীতি গ্রহণ করেছে: বিএসপিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ২০:৫৪

ঢাকা: রাজনীতির মাঠ থেকে প্রতিপক্ষকে উচ্ছেদ করার জন্য সরকার ‘নোংরা’ নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছে সম্মিলিম পেশাজীবী পরিষদ (বিএসপিপি)

শনিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরী এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদার সম্পত্তি ক্রোকের আদেশে প্রতিবাদে এ বিবৃতি দেন তারা।

নেতৃদ্বয় বলেন, ‘রাজনীতির মাঠ থেকে প্রধান প্রতিপক্ষকে উচ্ছেদ করে ক্ষমতা দখলে রাখার অসৎ উদ্দেশ্যে সরকার নোংরা নীতি গ্রহণ করেছে। একটা সভ্য রাষ্ট্রে সরকারের এমন হিংসাত্মক আচরণ কল্পনাও করা যায় না।’

তারা বলেন, ফখরুদ্দিন-মইনুদ্দিনের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকারের সময় দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্তের অংশ হিসেবে ঢালাওভাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়। গণতন্ত্রহীন ওই সময়ে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, তা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, রাজনীতির অন্ধকার সময়ে দায়ের করা একটি ভুয়া মামলাকে ব্যবহার করে তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের এ আদেশ দেওয়া হলো।’

নেতৃদ্বয় বলেন, ‘দেশে যে একটি ভয়াবহ ফ্যাসিবাদী শাসন চলছে এটি তার প্রকৃষ্ট উদাহারণ। আমরা মনে করি, দীর্ঘদিন পর ভিত্তিহীন মামলাকে পুঁজি করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের যে আদেশ দেওয়া হয়েছে, তা সরকারের ইঙ্গিতেই হয়েছে।’

বিজ্ঞাপন

তারা বলেন, ‘এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ২০০৭ সালের জরুরি সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কয়েকটি মামলা হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সেই মামলাগুলো উধাও হয়ে যায়। অপরদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে ওই মামলাগুলো ব্যবহার করে অবর্ণনীয় নিপীড়ন চালানো হচ্ছে। আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ নোংরা রাজনীতি বিএসপিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর