Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ার পালংখালী ক্যাম্পে রোহিঙ্গা ‘হেড মাঝি’ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৮

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালী ক্যাম্পে রোহিঙ্গাদের ‘হেড মাঝি’কে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ (৩৬)।

রোববার (৮ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালীর ১৫ নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ক্যাম্পে রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার ঘরে ঢুকে ২/৩ জন মুখোশধারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা উখিয়া থানার উপ-পরিদর্শক ওলিউর রহমান বলেন, ‘এমএসএফ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ছুরিকাঘাতে ভিকটিমের এর বুকের ডান পাশে, পেটে, তল পেটে, ডান কানের লতিতে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে জখম তৈরি হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

কক্সবাজার টপ নিউজ রোহিঙ্গা খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর