বাণিজ্য মেলায় ভোক্তা অধিদফতরের অস্থায়ী কার্যালয় স্থাপন
সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮
৮ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮
ঢাকা: ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা অধিদফতরের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। মেলায় আসা ক্রেতারা পণ্য কিনে প্রতারিত হলে সেখানে অভিযোগ জানাতে পারবেন।
রোববার (৮ জানুয়ারি) অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এ তথ্য জানিয়েছেন।
ভোক্তা সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, বাণিজ্য মেলায় আসা ভোক্তারা কোনো পণ্য, খাবার ও সেবা ক্রয় করে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হলে ভোক্তাদের তাৎক্ষণিক প্রতিকার এবং ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক বাণিজ্য মেলার হল ‘বি’তে অধিদফতরের কার্যালয় স্থাপন করা হয়েছে।
ভোক্তারা বাণিজ্য মেলায় কোনো পণ্য, খাবার ও সেবা ক্রয় করে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হলে অধিদফতরের মেলা কার্যালয়ে ভোক্তাদেরকে অভিযোগ দাখিলের জন্য আহ্বান করা হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এমও