বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই কাজ করে যাচ্ছি: হাছিনা গাজী
৯ জানুয়ারি ২০২৩ ১৫:৫০
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ।’
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
হাছিনা গাজী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের আরও কাজ করতে হবে। দেশে রাজাকার, দেশ বিরোধী চক্র যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘তারাব পৌরসভাকে সারাদেশের মধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। নারী-পুরুষ সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
এ সময় তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, ইউনিসেফ’র ওয়াশ স্পেশালিস্ট শফিকুল আলম, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পরিচালক এম মোস্তফা আলী ও ইউনিসেফ’র ওয়াশ কনসালট্যান্ট মোহাম্মদ আসাদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস