Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশপুরের কোটচাঁদপুরে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৬:২০

মহেশপুরের কোটচাঁদপুর উপজেলার ২নং পান্তাপাড়া ইউনয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজী।

পান্তাপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজী জানান, দেশের পশ্চিমাঞ্চলের অন্যতম শীতপ্রবণ এলাকা ঝিনাইদহ- চুয়াডাঙ্গা- যশোর এলাকা। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭/৮ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। এরকম তীব্র হিমশীতল আবহাওয়ায় এলাকার অসহায় দুঃস্থ মানুষরা নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। সবচেয়ে কষ্টের আছেন অঞ্চলের নিম্নবিত্ত ও শ্রমজীবি মানুষ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, ২নং পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর