Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের এডিসি শাহাদতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪৪

ঢাকা: স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীনের আদালত এ আদেশ দেন। আগামী ৩০ জানুয়ারি গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আইনজীবী ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান মামলাটি তদন্ত করে শাহাদত হোসেন সুমনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগে প্রতিবেদন দাখিল করেন।

তিনি আরও বলেন, তবে যৌতুকের বিষয়টি এখানে উঠে আসেনি। এজন্য আমরা যৌতুকের জন্য নির্যাতনের বিষয়টি আদালতকে অবহিত করে তা আমলে গ্রহণের আবেদন করি। একই সাথে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত দুই আবেদন গ্রহণ করেন এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সারাবাংলা/এআই/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর