Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের শুরুতেই ইতিবাচক ধারায় প্রবাসী আয়

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৮:১৩

প্রতীকী ছবি

ঢাকা: নতুন বছরের শুরুতেই ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয় (রেমিট্যান্স)। জানুয়ারির প্রথম ছয় দিনে দেশে ৪০ কোটি ৮৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩৬৯ কোটি টাকা। চলতি মাসে এখন পর্যন্ত গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার বা ৭২৮ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্স ২১০ কোটি ডলার বা ২২ হাজার ৫৫৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের চার মাস আর সেই লক্ষ্য ছোঁয়া যায়নি। তথ্য বলছে, নতুন বছরের শুরুতে ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জানুয়ারি মাসের প্রথম ছয়দিনে ব্যাংকিং চ্যানেলে ৪০৮ দশমিক ৩৮ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ ৪০ কোটি ৮৩ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। সবচেয়ে বেশি ৯৫ দশমিক ২৬ মিলিয়ন বা ৯ কোটি ৫২ লাখ ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর পরেই রয়েছে আল-আরাফাহ ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ দশমিক ৩২ মিলিয়ন ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২৫ দশমিক ৭৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

তবে এখন পর্যন্ত বিডিবিএল, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি সিটি ব্যাংক (এনএ), হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর