Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে মোজা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৪:২৬

গাজীপুর: জেলার শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে তুলার গুদামে ধোঁয়া দেখতে পায়। ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দুপুরে একটি কারখানায় আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে শ্রীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ার ফলে গাজীপুর ফায়ার স্টেশনের দু’টি ও কাপাসিয়া ফায়ার স্টেশনের আরও দু’টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় একঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

কারখানায় আগুন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর