Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনের সুখ এবং শান্তির জন্য সন্তুষ্টির প্রয়োজন: পলক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৬:৫৫

ঢাকা: মনের সুখ এবং শান্তির জন্য সন্তুষ্টির বেশি প্রয়োজন মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এটা ছাড়া সাফল্য আসে না। সুখ, স্বাছন্দ্য ও সাফল্যের পর আমরা সন্তুষ্টি খুঁজি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ‘মনের বন্ধু’ অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রতিটি মানুষের মনে কোনো না কোনো ত্রুটি থাকতে পারে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ক্রীড়া, সাহিত্য এবং সংগীত তিনটা বিষয় বেশি প্রয়োজন। এগুলোর চর্চা করলে মনেরব্যাধি দূর করা যায়। আমাদের সন্তানদের এসব বিষয়ে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সবল ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘মনের বন্ধু শুধু স্টার্টআপ হিসেবে নয়, আমাদের প্রত্যেকটি পরিবার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের নিরাপদ সুস্থ-সবল একজন আদর্শ নাগরিক বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য দেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক আলতাফ হোসেন, স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীমা সুলতানা সুমি, কথাসাহিত্যিক আনিসুল হক, ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান ওয়েন, নেদ্যারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার মুশফিকা জামান সাটিরা, জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, মনের বন্ধু’র উপদেষ্টা, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. হেলাল উদ্দিন আহমেদ এবং মনের বন্ধু অ্যাপের ফাউন্ডার তৌহিদা শিরোপা।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘মনের বন্ধু’ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ

মনের বন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর