Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্জ্য অপসারণ দেখতে দক্ষিণ কোরিয়া গেলেন মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এক সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়া গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। সঙ্গে আছেন করপোরেশনের আরও দুই কর্মকর্তা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মেয়রসহ তিনজন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দেন বলে চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেয়রের সঙ্গে গেছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

বিকেলে ঢাকার উদ্দেশে রওনার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়রকে বিদায় জানান প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, মো. ইসমাইল, জহরলাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদসহ আরও কয়েকজন কর্মকর্তা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ায় মেয়র আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে দেখবেন। ১৭ জানুয়ারি তিনি দেশে ফিরবেন। মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/আরডি/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর