Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ২০:৪০

ঢাকা: গাইবান্ধা-৫ আসনের একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান শপথ নিয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।

এছাড়াও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন মাহমুদ হাসান। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর