Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ২১:৩০

ফাইল ছবি

ঢাকা: দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। আপনারা দেখেছেন, গত ১৪ বছরে কত হাজার নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু হয়েছে। এই সেদিন একটি নির্বাচন হলো। সেটিও সুষ্ঠু হয়েছে। হ্যাঁ, অন্যরা আমাদের পরামর্শ দিতে পারে।’

তিনি বলেন, ‘এখন একটু দুঃখজনক নির্বাচনের সময় কেউ মারা যায়। আল্লাহর রহমতে এবার কেউ মারা যায়নি। এগুলো আমাদের দূর করতে হবে। এটা কেউ সুপারিশ করে দূর করতে পারবে না। এটা আমাদেরই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ, সব দল; সরকারপক্ষ-বিরোধীপক্ষ আমরাই এই পরিবেশ উন্নত করতে পারি। অন্য কেউ হয়তো জিনিসটি ধরিয়ে দিতে পারে। কিন্তু কাজটি আমাদেরই করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার একটি উন্নত, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায়। কারণ, শেখ হাসিনা গত ১৪ বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। সেজন্য বিশ্বাস, জনগণ আমাদের ফের নির্বাচিত করবে তাদের ভবিষ্যতের জন্য।’

বিএনপি-জামায়াত সরকারের আমলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মারামারি-কাটাকাটি, বাংলা ভাই, যাকে তাকে ধর্ষণ… তাদের তো ইতিহাসই এটা। জনগণ তো বোকা না! আমরা জনগণকে বিশ্বাস করি। সুষ্ঠু নির্বাচন হলে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসিনি।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সেই সম্পর্ককে আমরা আরও দৃঢ় করতে চাই।’

সারাবাংলা/এসবি/পিটিএম

আওয়ামী লীগ ক্ষমতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর