‘রোগীদের আস্থা অর্জন করতে চায় স্বাস্থ্য খাত’
১০ জানুয়ারি ২০২৩ ২২:৪১
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ভালো চিকিৎসা সেবা না পেয়েই রোগীরা বিদেশ যায়। কিডনি, হার্ট, ক্যানসারের মতো রোগের জন্য উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই। সেইসঙ্গে রয়েছে আস্থার সংকট। যা কাটিয়ে উঠতে কাজ করছে পুরো স্বাস্থ্য খাত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত এক সংলাপে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এই সংলাপের আয়োজন করে।
সংলাপে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দেশের আট বিভাগেই কিডনি, হার্ট, ক্যানসারের মতো রোগের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ করবে সরকার। শুধু তাই নয়, নির্মাণ করা হবে বার্ন ইনস্টিটিউট। পাশাপাশি জেলা হাসপাতালগুলোতে রাখা হবে আইসিইউ ব্যবস্থা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর শয্যা বাড়িয়েছি। ইনস্টিটিউট করছি নতুন নতুন। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে মানুষ চিকিৎসার জন্য আর বিদেশ যাবে না।’ তিনি বলেন, ‘মানুষ কখন বিদেশে চিকিৎসা নিতে চায়? যখন দেখে দেশের স্বাস্থ্যসেবা সেভাবে নেই। মূলত ক্যানসার, কিডনি, হার্টের রোগীরা বেশিরভাগ চিকিৎসা নিতে বিদেশ যান। সেজন্য সরকার এ বিষয়ে নজর দিয়ে সুযোগ-সুবিধা সৃষ্টি করছে। পাশাপাশি মানসম্মত সেবা দিতে হবে। যাতে রোগীরা আমাদের প্রতি আস্থা রাখতে পারে। আমরা সেই আস্থার জায়গা তৈরিতে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘সরকারি খাতে ওষুধ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যে সক্ষমতা আছে তা দ্বিগুণ করা উচিত। সরকার সেজন্য উদ্যোগ নিয়েছে যে, অ্যান্টিবায়োটিক-ভ্যাকসিনের সঙ্গে মেডিসিনও উৎপাদন হবে। সরকার চায় বাণিজ্য বেসরকারি খাত করবে। কিন্তু নিয়ন্ত্রণ করবে সরকার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের জন্য প্রতিষ্ঠান কেন্দ্রিক প্র্যাকটিসের ব্যবস্থা করা হবে । তিনি যেখানে কাজ করবেন, সেখানেই তার চেম্বার থাকবে। রোগীরা তার আওতায় চিকিৎসা নেবে। চাকরি আওয়ার শেষে চিকিৎসকরা ওই প্রতিষ্ঠানেই ব্যক্তিগত চেম্বার করবেন। প্রাইভেট হাসপাতালে চেম্বার প্রতিষ্ঠানের ভেতরে প্রাকটিস করার পদ্ধতি আছে। আমরা সরকারিভাবে এ ব্যবস্থা চালু করব। বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।’
সারাবাংলা/জেআর/পিটিএম