আসছে নতুন কর্মসূচি, ধরন নিয়ে মুখ খুলছে না কেউ
১০ জানুয়ারি ২০২৩ ২৩:৪৪
ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার স্থায়ী জামিনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবারের (১১ জানুয়ারি) গণঅবস্থান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। তবে কর্মসূচির ধরন নিয়ে মুখ খুলছে না দলটির নেতারা। এমনকি সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে কর্মসূচির ধরন সম্পর্কে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘কর্মসূচির ধরন সম্পর্কে একমাত্র বিএনপি, সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা বলতে পারবেন। মিডিয়া সেলের কাছে কর্মসূচির ধরন সম্পর্কে আপাতত কোনো তথ্য নাই।’
জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সারাবাংলাকে বলেন, ‘কর্মসূচি আসবে— এটা নিশ্চিত। তবে কী ধরনের কর্মসূচি আসবে, সে ব্যাপারে আমরা কোনো মেসেজ পাইনি। কোনো তথ্য পেলে আপনাদের জানাব।’
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার রাতে সারাবাংলাকে বলেন, ‘গণঅবস্থান কর্মসূচি থেকে অবশ্যই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কী ধরনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে, সেটা আমি বলতে পারব না। যারা লিয়াজোঁ কমিটিতে আছেন, তারাই কেবল নতুন কর্মসূচির ধরন সম্পর্কে বলতে পারবেন।’
যুগপৎ আন্দোলনের জন্য গঠিত বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য এবং দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, ‘এখন ধারাবাহিকভাবেই কর্মসূচি ঘোষণা করা হবে। একটার পর একটা কর্মসূচি আসতেই থাকবে। গণঅবস্থান কর্মসূচি থেকেও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেটা এখন বলা যাবে না, আগামীকাল আপনারা জানতে পারবেন।’
দলীয় সূত্রমতে, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি এবং বাম গণতান্ত্রিক ঐক্য জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘এক জেলা থেকে আরেক জেলায় লংমার্চ’, ‘রোডমার্চ’, ‘পদযাত্রা’, ‘পথসভা’, ‘১০ দফা নিয়ে গণসংযোগ’ এবং ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’পালনের ব্যাপারে আলোচনা হয়। এগুলোর ভেতর থেকে যেকোনো একটি কর্মসূচি নির্ধারণ করে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই কর্মসূচি বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট যুগপৎভাবে পালন করবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, যেহেতু এই মুহূর্তে হরতাল, অবরোধ, ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির দিকে যাওয়ার কোনো চিন্তা-ভাবনা নেই, সেহেতু উপরে উল্লিখিত কর্মসূচির মধ্য থেকে যেকোনো একটি কর্মসূচি বেছে নেবে বিএনপি এবং তার মিত্ররা।
যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গত ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করেছে বিএনপি। আর দ্বিতীয় কর্মসূচি হিসেবে বুধবার (১১ জানুয়ারি) গণঅবস্থান কর্মসূচি পালন করবে দলটি। সেহেতু পরবর্তী কর্মসূচি হিসেবে ‘পথসভা’ বা ‘গণসংযোগ’-ই বেছে নেবে এবং সমমনা রাজনৈতিক দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচিতে যেভাবে ৩২টি রাজনৈতিক দল ও সংগঠন রাজপথে ছিল, দ্বিতীয় কর্মসূচিতেও তারা মাঠে থাকবে। এদের সঙ্গে নতুন করে যুক্ত হবে মোস্তফা মোহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম, নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ এবং ১৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত সমমনা গণতান্ত্রিক জোট।
এদিকে, বুধবার ঢাকাসহ ১০ বিভাগীয় শহরের গণঅবস্থান কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের এরই মধ্যে গণসংযোগ, কর্মীসভা, লিফলেট বিতরণসহ প্রস্তুতিমূলক সব কাজ শেষ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
দলটির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনে মুক্ত হওয়ায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। ফের উজ্জীবিত হয়ে উঠেছে দলের মাঠ পর্যায়ের নেতারা। শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও ১১ জানুয়ারি বেলা ১২টার দিকে নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের পাঠানো তথ্যানুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস নয়াপল্টন কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
এছাড়া, সিলেটের গণঅবস্থান কর্মসূচিতে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, রংপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ফরিদপুরে আহমেদ আজম খান।
সারাবাংলা/এজেড/পিটিএম