Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: ফরহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ১৮:৩৬

ঢাকা: জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণ আজ মুক্তভাবে বাতাস নিতে পারছে না। বর্তমান সরকার গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছে। দেশবাসী এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ গণঅবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

ফরহাদ বলেন, ‘সরকারের নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগ আজ ধ্বংসের পথে। সরকারি দলের লুটের কারণে ব্যাংক দেউলিয়ার পথে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে করা হচ্ছে সাম্রাজ্য। আর দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেট ভরে দুইবেলা খেতে পারছে না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে জিম্মি। এদের হাত থেকে এদেশকে মুক্ত করতে না পারলে দেশের অর্থনীতি, সহাবস্থান এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনা যাবে না।’

গণ-অবস্থানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগপার খন্দকার লুৎফর রহমান, এস এম শাহাদাত, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মণি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

জাতীয়তাবাদী সমমনা জোট ড. ফরিদুজ্জামান ফরহাদ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর