রাজধানীতে বাসের ধাক্কায় গৃহকর্মী নিহত
১১ জানুয়ারি ২০২৩ ২১:৪৩
ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় রোকিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালে এই ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাটা সিগন্যাল মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসআই জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রোকিয়া বেগমের আত্মীয় আলাউদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। স্বামী নাম মৃত আব্দুর রশিদ। বৃদ্ধার একমাত্র মেয়ে রওশন আরা ডেমড়া কোনাপাড়া এলাকায় থাকেন। ওই বৃদ্ধা এলিফ্যান্ট রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। আজ তিনি মেয়ের কাছে যাওয়ার উদ্দেশে বাটা সিগন্যাল মোড়ের রাস্তা পার হচ্ছিলেন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম