ডিআইজি মিজানকে দুদকে জিজ্ঞাসাবাদ
৩ মে ২০১৮ ১০:৪৫ | আপডেট: ৩ মে ২০১৮ ১৩:৪৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের আলোচিত ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ মে) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে ডিআইজি মিজান হাজির হন। সেখানে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারির নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, এক নারীকে জোর করে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে রয়েছে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। এছাড়াও মিজানের নামে-বেনামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তার অবৈধ সম্পদ অনুসন্ধান করতে গত ১০ ফেব্রুয়ারি উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারিকে দায়িত্ব দেয় কমিশন। গত ২৫ এপ্রিল ফরিদ আহমেদ পাটোয়ারি এই পুলিশ কর্মকর্তাকে ডেকে চিঠি দেন। চিঠিতে ৩ মে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়।
সূত্র আরও জানায়, ডিআইজি মিজানুর রহমান পুলিশের উচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির, নিয়োগ ও বদলিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এসব অনিয়মের মাধ্যমে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব প্রমাণিত হওয়ায় দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করছে। অনুসন্ধানে মিজানের নামে-বেনামে একাধিক বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট ও প্লটের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও তার একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট রয়েছে বলে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও এক নারীকে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে। এই অভিযোগে ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার পদ থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে রাখা হয়।
সারাবাংলা/ইউজে/জিএস/এমএইচ
আরও পড়ুন