Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

স্পেশার করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ২২:৫১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১০:০৫

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতিয়া চৌধুরী

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মতিয়া চৌধুরী সংসদের উপনেতা হচ্ছেন। আওয়ামী লীগের সংসদীয় দল সাবেক এই মন্ত্রীকে উপনেতা হিসেবে মনোনীত করেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর প্রস্তাবে সমর্থন জানান সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেগম মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি উপনেতা হচ্ছেন। এটাই ফাইনাল।’

আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয় সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

উল্লেখ্য, সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

উপনেতা বেগম মতিয়া চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর