‘যখনই সংগ্রাম শুরু করি তখনই সরকার নতুন ইস্যু তৈরি করে’
১৩ জানুয়ারি ২০২৩ ১৩:১৪
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘আমরা যখনই সংগ্রাম শুরু করি ঠিক তখনই সরকার নতুন করে একটি ইস্যু তৈরি করে। যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের নিয়ে কোনো কথা নেই। কেউ কথা বলতেও চায় না। অথচ তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।’
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘তারেক রহমান কোনো দুর্নীতি করেননি। তারেক রহমানের বিরুদ্ধে পূর্বে একটা দুর্নীতি মামলা হয়েছিলো সেটাতে তিনি খালাস পেয়েছেন। যে বিচারক তাকে (তারেক) খালাস দিয়েছিলেন, সেই বিচারক আর দেশে নেই। তারক রহমানে সম্পত্তি কি কারণে বাজেয়াপ্ত করা হয়েছে? দেশে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তাদের জনগণের আদালতে উপস্থিত করা হবে।’
এসময় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, ‘গণ আন্দোলন এখন জণগণের আন্দোলনের রূপ নিয়েছে। বিএনপি যখন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ তখন পাহারা দেয়। কোথাও তারা পাহারা দেয় আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে তারা এসব করে আসছে।’
গণতন্ত্রের ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন শিরাজী, কাদের সিদ্দিকী, হারুন উর রশীদসহ অনেকে।
সারাবাংলা/এআই/এমও