কিশোরগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ জন আটক
১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫১
কিশোরগঞ্জ: করিমগঞ্জ থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, র্যাবের দু’টি আভিযানিক দল বৃহস্পতিরার রাতে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বালিখলা বাজারঘাটসংলগ্ন কুতুবউদ্দিনের দোকান থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, তেল এবং বিভিন্ন ভারতীয় ওষুধসহ ৪ জনকে আটক করা হয়।
আটকরা হলো- মাসুক মিয়া, কুতুবউদ্দিন, আক্তার হোসেন ও আবু সিদ্দিক। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা। এ পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে র্যাব জানায়।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এমও