Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের মনে কাঁটাতারের বেড়া নেই, কোনো সীমান্তও নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া আছে। কিন্তু দুই দেশের মানুষের মনে কাঁটাতারের বেড়া নেই, কোনো বর্ডারও (সীমান্ত) নেই।’

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ‘শিশু-কিশোর সমাবেশে’ দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। সুফিবাদী মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা সৈয়দ আহমদউল্লাহ মাইজভাণ্ডারীর ১১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গবেষণামূলক প্রতিষ্ঠান ‘মাইজভাণ্ডারী একাডেমি’ এ সমাবেশের আয়োজন করে।

‘সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের’ প্রতিষ্ঠা করা মাইজভাণ্ডারী একাডমি শিশু-কিশোর সমাবেশের মধ্য দিয়ে দশদিনের কর্মসূচির সূচনা করে, উদ্বোধন করেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পঞ্চদশ শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজীব রঞ্জন বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক পরীক্ষিত। ১৯৭১ সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত সহযোগিতা করেছে। শরণার্থীদের আশ্রয় দেয়ার পাশাপাশি সরাসরি যুদ্ধে অংশ নিয়ে অনেক ভারতীয় প্রাণ দিয়েছেন। তাই দুই দেশের মানুষের সম্পর্ক এত গভীর এবং হৃদ্যতাপূর্ণ।’

ভারত ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের কাছে সবসময় সবার আগে। বাংলাদেশ ও ভারত একসঙ্গে এগিয়ে যাবে অনেকদূর। মাইজভাণ্ডার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কারণ সুফিবাদ সবসময় ঐক্য ও প্রেমের কথা বলে। প্রেমের মাধ্যমে পৃথিবী জয় করা যায়।’

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব এওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা শিশু কর্মকর্তা মোসলেহ উদ্দিন, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক আতাউর রহমান, আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী ও সৌরভ দাশ, মাইজভাণ্ডারী একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক জহুর উল আলম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মীর তরিকুল আলম।

চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর