ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ০৮:৫৬
১৪ জানুয়ারি ২০২৩ ০৮:৫৬
সাতক্ষীরা: সাতক্ষীরায় ধান-চাল সংগ্রহে এখনও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। দাম বেশি পাওয়াতে খোলা বাজারে ধান-চাল বিক্রি করছেন চাষিরা। তবে চাল সংগ্রহে টার্গেট অর্জিত হবে বলে আশা করছেন খাদ্য কর্মকর্তারা।
সরকার ২৮ টাকা দরে ধান ও ৪২ টাকা দরে চাল সংগ্রহ অভিযান শুরু করে নভেম্বর মাসের ১৭ তারিখে। সংগ্রহ অভিযানের দুই মাস পার হলেও সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি খাদ্য বিভাগ।
চাষিরা বলছেন, খোলা বাজারে ধান-চালের দাম বেশি। ফলে তারা সরকারি গুদামে ধান-চাল সরবরাহে আগ্রহ হারাচ্ছেন।
তবে জেলা খাদ্য কর্মকর্তার আশাবাদ ধানের টার্গেট পূরণ না হলেও চালের টার্গেট পূরণ হবে তাদের। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা বলেন, ‘সাতক্ষীরায় এবছর ৭ হাজার ৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের টার্গেট থাকলেও এখন পর্যন্ত অর্জিত হয়েছে ৫ হাজার ৫০০ মেট্রিক টন।’
সারাবাংলা/এমও