Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯

ঢাকা: প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত জন। শনিবার (১৪ জানুয়ারি) মুসল্লিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

তিনি জানান, শনিবার ভোরে আব্দুল রাজ্জাক (৭০) ও হাবিবুর রহমান (৭০) মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনা জেলার ডুমিরিয়া থানার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০) এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মধ্য কামার গ্রামের আক্কাস আলী সিকদার (৫০)।

আর ইজতেমায় অংশ নিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) ও গাজীপুর সদর থানার ভিরুলিয়া গ্রামের তৈয়ব আবু তালেব (৯০)। ইজতেমা ময়দানে মৃত সকল মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বিশ্ব ইজতেমা মুসল্লি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর