Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইন্টারনেটে আড়িপাতা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১৯:১৭

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘কম্পিউটার, ইন্টারনেটে আইন সম্মতভাবে আড়িপাতার ব্যবস্থা চালুর ঘোষণাকে নাকরিকের সাংবিধানিক অধিকারের লংঘন এবং সাইবার অপরাধের সামিল।’

শনিবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বাসদ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে জোর পূর্বক পুনরায় ক্ষমতা দখল করতে বিরোধী মত ও আন্দোলন দমন করতেই সরকার এমন সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।’

বজলুর রশীদ ফিরোজ আরও বলেন, ‘কোনো গণতান্ত্রিক ও সভ্য দেশে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনকে আইনি রূপ দেওয়া অনুমোদন করতে পারে না। বিপুল অর্থ ব্যয় করে সরকার ইসরাইল থেকে স্পাইওয়ার কিনেছে। যা দিয়ে আগে থেকেই নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আইন বহির্ভূতভাবে আড়ি পেতে আসছে। বিভিন্ন ব্যক্তি বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করার মধ্য দিয়ে যার প্রমাণ ইতিপূর্বে দেশবাসী পেয়েছেন। এখন সেই বেআইনি কাজকে আইনিরূপ দিতে যাচ্ছে মাত্র।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন গণবিরোধী পদক্ষেপ ও দুর্নীতির সমালোচনা করবেবিরোধী দল- এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান গণবিচ্ছিন্ন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা তথা রাষ্ট্ররদ্রোহীতা বলে বিরোধী মত দমন করতেই আড়িপাতার মতো সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে উদ্যত হয়েছে।’

বাক-ব্যক্তির স্বাধীনতা হরণের অপচেষ্টা আড়িপাতা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি দাবি জানান বজলুর রশীদ ফিরোজ। একইসঙ্গে সরকারের এমন গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দল ও ব্যক্তিকে সোচ্চার হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বজলুর রশীদ ফিরোজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর