Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০০ বছরের পুরনো মন্দির থেকে ৩৭ ভরি গহনাসহ টাকা লুট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ২০:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রায় কয়েক’শ বছরের পুরনো সনাতান ধর্মাবলম্বীদের একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, কালীমূর্তির সঙ্গে থাকা প্রায় ৩৫ থেকে ৩৭ ভরি সোনার গহনা এবং দানবাক্স ভেঙে নগর ২০ হাজার টাকা লুট করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ধলঘাট গ্রামে ‘শ্রী শ্রী বুড়াকালী বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরে চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪০০ বছর আগে ধলঘাটের জমিদার রাজারাম দত্ত কালীমূর্তি স্থাপন করে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীরা এই মন্দিরে আসেন। কালীপূজায় মন্দিরটিতে লাখো মানুষের সমাগম হয় এবং কয়েকদিনের জন্য গ্রামীণ মেলা বসে।

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ সারাবাংলাকে বলেন, ‘মন্দিরে সিসি ক্যামেরা আছে। সেখানে ফুটেজে দেখা গেছে, রাত দেড়টার দিকে মুখে কাপড় বাঁধা এক লোক ভেতরে প্রবেশ করে মূর্তির শরীর থেকে সোনার গহনাগুলো খুলে নিচ্ছে। সামনে রাখা দানবাক্স ভেঙে টাকা-পয়সা নিতেও দেখা যায়। রাতে এটা কেউ বুঝতে পারেনি। সকালে মন্দিরের সেবায়ত এসে দেখেন, সামনের দুটি দরজার লোহার গ্রিল খোলা এবং তালাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে।’

‘প্রায় ৪০ বছর আগে মন্দির থেকে একটি খড়গ (প্রাণি বলি দিতে ব্যবহৃত ধারালো বস্তু) চুরি হয়েছিল। পরে সেটা পুকুরে পাওয়া যায়। এরপর মন্দিরে কোনোদিন চুরি-ডাকাতি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের বয়সে এই প্রথম মন্দিরের ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা দেখলাম। মন্দিরের ভেতরে একজনকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। আর কেউ থাকলে তারা হয়তো বাইরে ছিল।’

বিজ্ঞাপন

এ ঘটনায় মন্দিরের ‍পূজারি সাগর চক্রবর্তী বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন।

জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মন্দিরের তালা ভেঙে ঢুকে ৩৭ ভরি সোনার গহনা এবং ২০ হাজার টাকা চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমাদের কয়েকটি টিম ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।’

সারাবাংলা/আরডি/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর