বিএনপি যত ষড়যন্ত্রই করুক আমরা সতর্ক থাকব: ওবায়দুল কাদের
১৪ জানুয়ারি ২০২৩ ২০:০৪
ঢাকা: ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি দেশে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটে জেতার আশ্বাস না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে। তারা যত কিছুই ষড়যন্ত্র করুক আমরা আমাদের অবস্থানে সতর্ক থাকব।’
শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।’
তিনি বলেন, ‘তারা যত কিছুই ষড়যন্ত্র করুক আমরা আমাদের অবস্থানে সতর্ক থাকব। আমরা রাজপথে আছি রাস্তায় আছি মাঠে আছি। আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। আরও শক্ত অবস্থানে আমাদের থাকতে হবে। যে অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নাশকতা করে দেশে অশান্তির সৃষ্টি করার ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং পরাজিত করতে হবে।’
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশে সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আসছেন স্বাগতম যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বন্ধু দেশ তারা আমাদের দেশে আসতেই পারে আমাদের মন্ত্রীরাও যাবে। তাদের মন্ত্রীরাও আসতে পারে। বর্তমান দুনিয়ায় ডিপ্লোমেসিতে তথ্য আদান-প্রদান একটা স্বাভাবিক ব্যাপার। সফর বিনিময় হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তিনি কি মেসেজ নিয়ে আসছেন, কি বলে আগে শুনি ‘
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর একজন সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার খবর বিদেশি গণমাধ্যমে এসেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিষয়টি খেয়াল করতে পারিনি। আমি অনেক রাতে চট্টগ্রাম থেকে এসেছি। ঠিক সেভাবে পত্রিকা দেখতে পারিনি। আমি আগে দেখি তারপরে মন্তব্য করব।’
যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সারাবাংলা/এনআর/একে