Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতার মৃত্যুতে ছাত্রদল নেতাকে প্যারল না দেওয়ায় নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ২১:৪৭

ঢাকা: পিতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রনিকে প্যারলে মুক্তি না দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

শনিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

নেতারা বলেন, ‘কারাগারে বন্দি আব্দুর রহিম রনি পিতার দাফনের জন্য যথাযথ নিয়মানুসারে প্যারলের আবেদন করলেও এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসক এবং আজ্ঞাবহ অমানবিক প্রশাসন তাকে প্যারল দেয়নি। পিতার দাফনসহ শেষ বিদায়ে রনিকে অংশ নেওয়ার সুযোগ না দিয়ে কর্তৃত্ববাদী সরকার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রনির পিতা মহসিন মোল্লা শনিবার ভোরে ইন্তেকাল করেন। পিতার জানাজায় অংশ নিতে আব্দুর রহিম রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারলে মুক্তির আবেদন করেন। কিন্তু আবেদন নামঞ্জুর হয়।

সারাবাংলা/এজেড/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর