চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল রিকশা চালকের
১৫ জানুয়ারি ২০২৩ ১২:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কুপিয়ে এক রিকশা চালককে খুন করা হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
পুলিশ জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) রাতে বাঁশখালী পৌরসভার মনছুরিয়া বাজারে জায়গা-জমি নিয়ে চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হন হতাহতরা। খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারী ভাতিজা মো. জমির উদ্দিন ওরফে কালুকে গ্রেফতার করে।
নিহত রিকশা চালক কোরবান আলী (৩৮) বাঁশখালী পৌরসভার বাসিন্দা। আহত তিনজন এবং হামলাকারীও একই এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন সারাবাংলাকে জানান, পাহাড়ের খাস জমি নিয়ে জমিরের সঙ্গে তার চাচা আবু সৈয়দের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির দা নিয়ে চাচার দিকে তেড়ে যায়।
কোরবান আলী মাঝে দাঁড়িয়ে দু’জনের ঝগড়া থামানোর চেষ্টা করে। জমির কোরবান আলীকে কুপিয়ে জখম করে। চাচা আবু সৈয়দ এবং আরও দু’জন কোরবানকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করে জমির।
স্থানীয়রা জখম চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কোরবান আলীকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/আরডি/ইআ