Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ জেলায় কবির বিন আনোয়ারকে গণসংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫২

সিরাজগঞ্জ: সদ্য অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে তাকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের ফুলেল সংবর্ধনায় সিক্ত হন তিনি।

এ সময় কবির বিন আনোয়ার বলেন, ‘আগামী দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ক্ষমতায় আসব। জনগণই আমাদের রায় দেবে, সেইভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরে এলেন। শূন্য হাতে তিনি এ দেশের হাল ধরেছিলেন। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তিনি সংবিধান দিলেন। দেশকে গড়ে তোলার কাজে মনোনিবেশ করলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রে তাকে সপরিবার হত্যা করা হয়।’

সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে সত্যিকারের রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুললেন। টোকাইদের হাতে অস্ত্র তুলে দিলেন। ফের শুরু হলো হত্যা, খুন, ষড়যন্ত্র আর লুটপাটের রাজনীতি। একটি অন্ধকার যুগে দেশকে নিয়ে যাওয়া হলো। সেই অন্ধকারের মধ্যে আলোকবর্তিকা হয়ে এলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার পর থেকে ৪০-৪২ বছর ধরে তিনি এ দেশের গরিব–দুঃখী মানুষের জন্য কাজ করে চলেছেন।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কবির বিন আনোয়ার সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন এবং ২০২৩ সালের ৩ জানুয়ারি অবসরে যান। ৫ জানুয়ারি তাকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান। এদিন তিনি দলীয় নির্বাচন কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রয়াত এইচটি ইমামের কক্ষে বসেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ কবির বিন আনোয়ার

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর