Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প সময়মতো শেষ করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ২১:১০

ঢাকা: অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণ কাজ মানসম্পন্ন করার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং এ বি তাজুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইল ও মগবাজারের নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণসংক্রান্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আর শামস, মুজাহিদ বাহিনী, পিস কমিটি ও পাকিস্তান সরকার কর্তৃক উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত/মনোনীত এমএনএ এবং এমপিএদের প্রাপ্ত তালিকা নিয়ে ১০ নম্বর সাব-কমিটি কীভাবে অগ্রসর হবে, তার দিক নির্দেশনা এবং ৩২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ঊর্ধ্বমুখী সংস্কারসহ আনুষঙ্গিক কাজের অগ্রগতির ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। পাশাপাশি চট্টগ্রামের আলমাস সিনেমা হলের উন্নয়নে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সন্নিবেশ করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আবাসন প্রকল্প বীর মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর