Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৫:১৮

ঢাকা: বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু আরও বলেছেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় এখানে মানবাধিকার আরও উন্নত হোক।

রোববার (১৫ জানুয়ারি) ঢাকায় সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সব কথা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমেরিকা চায় বাংলাদেশের উন্নয়ন আরও সমৃদ্ধ হোক। মানবাধিকার চর্চার উন্নতি হোক। ওই বৈঠকে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রশংসা করেন জঙ্গিবাদ, অগ্নি সংযোগ, সন্ত্রাস দমনের।’

তিনি আরও বলেছেন, বাংলাদেশ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুক সেটি আমেরিকা চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা বলেছি, বর্তমান আইন অনুযায়ী, ৯০ দিন আগে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা দেওয়ার বিধান রয়েছে। আমরা মন্ত্রীরা শুধু অফিস ওয়ার্ক করব। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। কমিশনের গাইডলাইন মেনে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘সব দল নির্বাচনে আসুক সেটি আমরা চাই। জনসভার নামে কোনো দল সহিংসতা করুক সেটি আমেরিকাও সমর্থন করে না। কোনো ধরনের সহিংস পরিস্থিতি আমেরিকা দেখতে চায় না।’

বিজ্ঞাপন

কথা হয়, রোহিঙ্গাদের বিষয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, বাংলাদেশ অনেক উদারতা দেখিয়েছে কিন্তু আর কত? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও মনে করছেন এ সমস্যার সমাধান হওয়া উচিত।’

তিনি বলেছেন, বাংলাদেশের আরেকটু চাপ দেওয়া উচিত। আমরা সব ধরনের সহযোগিতা দেব। আমরা বলেছি, এ সমস্যা শুধু আমাদের জন্যই নয়, তাদের যে জন্মহার তা গোটা বিশ্বের জন্য হুমকি। তারা নিজেরা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি কিন্তু মানবতার বিষয় রয়েছে। যে কারণে সবসময় অতিরিক্ত কঠোরতা দেখানো সম্ভব হয় না।’

এ সময় বিএনপি সমাবেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। কর্মসূচির নামে সহিংসতা করা যাবে না।’

সারাবাংলা/জেআর/একে

বাংলাদেশের নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর