Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোদাবক্স শাহ্’র ৩৩তম প্রয়াণ দিবসে সাধুসঙ্গ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫২

চুয়াডাঙ্গা: একুশে পদকপ্রাপ্ত মরমী সুরসাধক খোদাবক্স শাহ্’র ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে দু’দিন ব্যাপি স্মরণ উৎসবে সাধুসঙ্গ হয়েছে। আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামে এই আয়োজন করা হয়।

জাঁহাপুর গ্রামে খোদাবক্স শাহ্ স্মৃতি পরিষদের আয়োজনে গত ১৫ জানুয়ারি রাতে আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে সাধুসঙ্গ শেষ হবে।

বাংলা একাডেমির উপ-পরিচালক ডা. সাইমন জাকারিয়ার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক সাধু অংশ নেন।

জাঁহাপুর গ্রামে খোদাবক্স শাহ্ স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল লতিফ শাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের পর উপস্থিত সাধুদের গানে মুখরিত হয়ে ওঠে সমাধিস্থল।

সারাবাংলা/এমও

খোদাবক্স শাহ্ সাধুসঙ্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর