পুলিশ-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র কাজির দেউড়ি
১৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে দফায় দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ফলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর কাজির দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি ছিল বিএনপির। তবে তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছে। গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমরা অ্যাকশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আপাতত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ জন আহত হওয়ার তথ্য পেয়েছি।’
এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।
নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করছিলাম। পুলিশ ইচ্ছে করেই কাজির দেউড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে আমাদের কর্মীদের ছত্রভঙ্গ করতে চেয়েছে। তাই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।’
ছবি তুলেছেন: শ্যামল নন্দী
সারাবাংলা/আইসি/একে