Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ জানুয়ারি সারাদেশে বিএনপি ও সমমনাদের বিক্ষোভ সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৭:১৬

ঢাকা: সরকারকে হটানোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার দিন, বাকশাল কায়েমের দিন, এই দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়া ও কারাবন্দি নেতাকর্মীর মুক্তিসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করছি। সমাবেশের মাধ্যমে এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে অনুরূপ কর্মসূচির ঘোষণা দেয় ‘গণতন্ত্র মাঞ্চ’।

গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন ২৫ জানুয়ারি। তিন মিনিটে সেদিন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের ভোটাধিকার- সবকিছু হরণ করে দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল।’

‘সেই ২৫ তারিখ ভোটাধিকার প্রতিষ্ঠা, এই অবৈধ সরকারের পদত্যাগ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা তৈরি, দ্রব্যমূল্য ও মানুষকে বাঁচাবার লক্ষ্যে আমরা গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবরে সামনে সকাল ১১টায় এবং জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে’- বলেন শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।

এই কর্মসূচির মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের ধারা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেএসডির সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর