Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধনে অনিয়মের অভিযোগ, বিআরটিএ কার্যালয়ে দুদকের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৯:২০

রাঙ্গামাটি: সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙ্গামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছে।

দুদকের অভিযান সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক। অভিযানে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য কার্যালয়ে যান। পরে দুদকের অন্য সদস্যরা এসে অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্বে ছিলেন- দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে চাননি দুই সহকারী পরিচালক।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটিতে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। একমাত্র বাহনের কারণে অটোরিকশাই রাঙ্গামাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। তবে সম্প্রতি নিবন্ধনের নামে বিআরটিএ কার্যালয়ে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

সারাবাংলা/এমও

দুদক নিবন্ধনে অনিয়ম বিআরটিএ কার্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর